বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সামার-২০২৪ সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ২০ এপ্রিল ২০২৪ শনিবার সকালে অ্যাডমিশন অফিসে শিক্ষার্থী ভর্তির জন্য ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ব্যবসায় শিক্ষা অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহমদ চিশতী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আতর আলী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দিন মোল্লাসহ বিভাগীয় প্রধাণগণ।
সামার-২০২৪ সেমিস্টারে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তাদের মেধা ও পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিভিন্ন বিভাগের ভর্তি ফরম সংগ্রহ করেন এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেন। দক্ষিণ এশিয়ার প্রাচীন সভ্যতার অন্যতম পীঠস্থান পুণ্ড্রনগরে অবস্থিত পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি উত্তরবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে আনন্দময় পাঠদানের মাধ্যমে দক্ষ ও যোগ্যতম নাগরিক গড়ে তুলতে পুণ্ড্রইউনিভার্সিটি মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), পাবলিক হেলথ, ব্যবসায় প্রশাসন, ইসলামিক স্টাডিজ, ইংরেজী ও শিক্ষা বিভাগে ভর্তি চলছে।